Sunday, July 1, 2012

তোরেস পেলেন সোনার বুট


কিয়েভ: সোনার বুট পেলেন স্পেনের ফার্নান্দো তোরেস। ফাইনালসহ টুর্নামেন্টে মোট তিনটি গোল করেন তিনি।
জার্মানির মারিও গোমেজ, ইতালির মারিও বালোতেল্লি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, রাশিয়ার এলান দাগোয়েভ ও ক্রোয়েশিয়ার মারিও মানজুকি সমান তিনটি করে গোল করলেও তোরেসকে অন্যান্য দিক থেকে এগিয়ে থাকায় সোনার জুতো উপহার পেয়েছেন।


ইতালির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি খেলতে নেমে ৮৪ মিনিটে গোল করেন তোরেস। পরে তার ক্লাব সতীর্থ জুয়ান মাতাকে দিয়ে একটি গোল করান। ছয় জনের গোল সমান হওয়ায় সবচেয়ে বেশি গোলের যোগান দেওয়া এবং সবচেয়ে কম সময় খেলার রেকর্ডগুলো আমলে নিয়ে সর্বোচ্চ গোলদাতা নির্বাচন করা হয়।
তোরেসের সমান গোলের যোগান দিয়েছেন জার্মানির গোমেজ। কিন্তু তিনি বেশি সময় খেলে তিন গোল করায় দ্বিতীয় হন। ২৮২ মিনিট খেলে তিন গোল করেছেন গোমেজ। কিন্তু তোরেস মোট ১৮৯ মিনিট খেলে সমান গোল করেন।
পর পর দুটি ইউরোর ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২০০৮ সালের ইউরো ফাইনালেও একটি গোল করেছিলেন তিনি।

No comments:

Post a Comment