Sunday, July 1, 2012

শোকের মাস জুলাই মাস

শোকের মাস জুলাই। এই মাস আমাদের মনে করিয়ে দেয় সেই ট্রাজেডি-"মিরসরাই ট্রাজেডি"। মনে করিয়ে দেয় গত বছরের ১১ জুলাইয়ে আমাদের ছেড়ে চলে যাওয়া সেসব নিষ্পাপ শিশুদের যারা ছিল আমাদের আগামী দিনের কাণ্ডারি। এখনও তাদের স্মৃতি আমাদের কাঁদায়।
এখনও সন্তানদের ছবি বুকে ধরে কাঁদেন মায়েরা। ভাইয়ের ফিরে আসার পথে ছেয়ে থাকেন অবুঝ বোনেরা কিংবা ভাইয়েরা। এখনও স্কুল শিক্ষকেরা ক্লাসে গিয়ে তাঁদের মনের অজান্তে খোঁজেন তাদের সেই প্রিয় ছাত্রদের কিন্তু তারা তো চলে গেছে না ফেরার দেশে। 
কিন্তু দুঃখের বিষয় কালের স্রোতে আমরা অনেকেই এই ট্রাজেডির কথা ভুলে গেছি। শুধু কিছু টাকা দিয়ে কি সরকারের দায়িত্ব শেষ ? দুর্ঘটনার স্থানে স্মৃতিসৌধ নির্মান করবে বলে সরকার অঙ্গীকার করেছিল কিন্তু এক বছরের মাথায়ও স্মৃতিসৌধ নির্মান হয়নি। আমরা আশা করি অতি শীঘ্রই স্মৃতিসৌধ নির্মান হবে।
আসুন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন হই কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

No comments:

Post a Comment