Friday, July 6, 2012

[ রহস্যময় পাথর যেখানে হাঁটে ]

পৃথিবীতে প্রাকৃতিক নিয়মে এমন কিছু ঘটনা ঘটে যার রহস্য সমাধান 
করা মানুষের সাধ্যের বাইরে।যুক্তি দিয়ে বুদ্ধি ও বিবেক দিয়ে এইসব
ঘটনার সমাধান পাওয়া মানুষের পক্ষে সম্ভব না।

ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালীর মরুভূমির এই চলন্ত পাথরের রহস্যের
ব্যাখ্যা বিজ্ঞানীরা আজো পরিষ্কার ভাবে দিতে ব্যর্থ।
এখানে হঠাৎ হঠাৎই একশ টনের ওপরের ওজনের পাথরকেও একশ গজ
পর্য়ন্ত এগিয়ে যেতে দেখা গেছে। অনেক বিজ্ঞানীর ধারণা এর কারণ হল তীব্র বাতাস এবং মরুর কাদাময় বালির প্রবাহ। কিন্তু তাঁরা ব্যাখ্যা করতে পারেন নি যে কিভাবে পাশাপাশি থাকা দুটি প্রায়একই ওজনের পাথর ভিন্ন গতি এবং ভিন্ন দিকে সরে যেতে পারে।
তাছাড়া হিসেবে বলে যে ঐ ওজনের একেকটি পাথর নড়াতে একশ মাইল গতির বায়ূপ্রবাহ দরকার যা ঐ মরুভূমিতে অনুপস্থিত। কাজেই এই ঘটনাটি এখনো প্রকৃতির এক অমিমাংসিত রহস্য হয়ে আছে।

সংগৃহিত......

No comments:

Post a Comment