Sunday, July 1, 2012

সরকার জাতিকে কলঙ্কিত করেছেঃ মওদুদ আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুর অর্থায়ন চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক সরকারকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিজেদের দুর্নীতির কারণে সরকার পুরো জাতিকে কলঙ্কিত করেছে। চুক্তি বাতিলের এই ঘটনাকে তিনি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেন।


জাতীয় প্রেসক্লাবে আজ রোববার দুপুরে ‘আওয়ামী দুঃশাসন ও মিথ্যাচারের কবলে বাংলাদেশের জনগণ’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। ‘দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ’ নামের একটি সংগঠন বেলা ১২টার দিকে প্রেসক্লাবে ওই সভার আয়োজন করে।

মওদুদ আহমদ তাঁর বক্তব্যে বলেন, পদ্মা সেতু চুক্তি বাতিল হওয়ার পর সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। সরকারের উচিত পদত্যাগ করা। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মওদুদ আহমদ বলেন, ‘সংসদ জীবন্ত রেখে সংসদ নির্বাচন হতে পারে না।’ কোনো সংবিধান বিশেষজ্ঞ এ ব্যাপারে তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করবেন না বলে দাবি করেন তিনি।

No comments:

Post a Comment